logo
news image

লকডাউনের প্রথম দিনে ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
কঠোর লকডাউনের প্রথমদিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ১ জনের জেল ও অপর ১ জনকে অর্থদন্ড জরিমানা করেছে।
 
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পি.এম.ইমরুল কায়েসের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সরকারী কাজে বাধা দেওয়ায় নিলয় (৩০) নামে একজনকে দন্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক সাত দিনের জেল দেয়া হয়। স্বাস্থ্য বিধি না মেনে মাস্ক ব্যবহার না করার অপরাধে অপর একজনকে পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের বিস্তার রোধে সারাদেশের ন্যায় ঈশ্বরদীতে সাত দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে সকল ধরনের যানবাহন, মার্কেট ও বিপণি বিতান বন্ধ রয়েছে। শহরে এক ধরনের নিরব-নিস্তব্ধতা বিরাজ করছে।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার পহেলা জুলাই ভোর ৬টা থেকে কঠোর লকডাউন শুরুর পর থেকেই সড়কে ভারী কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি, দোকানপাট বন্ধ ছিল। লকডাউনে সাধারণ মানুষ খুব জরুরী প্রয়োজন ছাড়া রাস্তায় বের হয়নি। শহরে সেনাবাহিনী ও পুলিশের টহল চলছে। সড়কে মানুষের যাতায়াত নেই বললেই চলে।

সাম্প্রতিক মন্তব্য

Top