লালপুরে সেই খাদ্য গুদাম কর্মকর্তা প্রত্যাহার
প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুর সরকারি খাদ্য গুদামের ভারপ্রপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামকে ২০০ বস্তা সরকারি গম সরিয়ে রাখার ঘটনায় প্রত্যাহার করা হয়েছে। তাকে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে নেওয়া হয়েছে।
এছাড়া তিন নিরাপত্তা কর্মী তানভীর আহমেদ, আবু শামা ও সোলায়মান কবিরকে নাটোর জেলার বিভিন্ন উপজেলা খাদ্য গুদামে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্রলাল চাকমা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (৩০ জুন ২০২১) বিকালে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন সিরাজগঞ্জ সদরের ছানোয়ার হোসেন।
উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সরকারি গম নিজ হেফাজতে রাখায় অভিযুক্ত নাটোরের লালপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেন নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রক।
রোবাবর (২৭ জুন ২০২১) নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক সমন্বয়ে তিন সদস্যের দল বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন।
উল্লেখ্য, গোপালপুর সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ২০০ বস্তা সরকারি গম রিপত্তারক্ষীর বাসায় সরিয়ে রেখেছেন এমন খবর পাওয়ার পর শুক্রবার (২৫ জুন ২০২১) দুপুরে সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার ও জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্রলাল চাকমার উপস্থিতিতে উদ্ধারকৃত গম খাদ্য গুদামে স্থানান্তর করা হয়।
সাম্প্রতিক মন্তব্য