logo
news image

লালপুরে ৬ কেজি গাঁজাসহ ১ জন আটক

প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুরে ৬ কেজি গাঁজাসহ মো. কুদ্দুস (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। তিনি উপজেলার কলসনগর (আহম্মদপুর) গ্রামের মৃত করম আলী প্রামাণিকের ছেলে।
মঙ্গলবার (২৯ জুন ২০২১) দুপুরে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠিয়েছে লালপুর থানা পুলিশ।
লালপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (২৮ জুন ২০২১) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের একটি দল উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া মাঝগ্রামে অভিযান চালায়। এ সময় টিটিয়া মাঝগ্রাম আদর্শ ইবতেদায়ী মাদ্রাসার পাকা রাস্তা থেকে মো. কুদ্দুস (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ কেজি ৮০ গ্রাম গাঁজা ও নগদ ৩ হাজার ৮৬২ টাকাসহ আটক করে। যার আনুমানিক মূল্য এক লাখ ৮২ হাজার ৪০০ টাকা।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান জানান, এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য