logo
news image

লালপুরে জুয়া খেলার অভিযোগে আড়াই লাখ টাকাসহ ৯ জন আটক

প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুরে জুয়া খেলার অভিযোগে ৯ জনকে আটক করেছে র‌্যাব। এ সময় ২ লাখ ৫৬ হাজার ৬৬০ টাকা ও তিনটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। রোববার (২৭ জুন ২০২১) রাতে শ্রীরামগাড়ী গ্রামের ঝাড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৭ জুন ২০২১) রাতে উপজেলার শ্রীরামগাড়ী গ্রামের ঝাড়পাড়া এলাকায় কোম্পানী কমান্ডার মেজর মো. সানরিয়া চৌধুরীর নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালায়। জোয়া খেলার সময় ৯ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, লালপুর উপজেলার শ্রীরামগাড়ী গ্রামের মো. সেকেন্দার আলী মন্ডলের ছেলে মো. আনিছুর রহমান (৩৮), মৃত জালাল উদ্দিনের ছেলে মো. আব্বাস আলী (৫০), আলালউদ্দিনের ছেলে মো. ফজলু (৩৮), বিলমাড়িয়া গ্রামের মো. সাজদার মন্ডলের ছেলে মোঃ হানিফ মন্ডল (৩৫), পাবনার ঈশ্বরদী উপজেলার ঈশ্বরদী গ্রামের মৃত জব্বার শেখের ছেলে মো. গোলাম মোস্তফা ওরফে মোস্ত (৩১), রুপপুর গ্রামের মো. হামজাল হোসেনের ছেলে মো. হৃদয় হাসান (২১), দিয়ারবাগাইন গ্রামের মোঃ আব্দুস সামাদের ছেলে মো. আলমগীর হোসেন (৪৮), রহিমপুর গ্রামের মো. হায়দার রহমানের ছেলে মো. মামুন ফেরদৌস (৪০) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মসিপুর গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে মো. আছাদুজ্জামান (৫৫)।
এ সময় ২ সেট তাস, জুয়া খেলায় ব্যবহৃত নগদ ২ লাখ ৫৬ হাজার ৬৬০ টাকা, ১৩ টি মোবাইল সেট, ৩ টি মোটর সাইকেলসহ জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন ২০২১) আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য