logo
news image

লালপুরে অনুদানের চেক ও ঢেউটিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক ।।
নাটোরের লালপুরে ২০২০-২০২১ অর্থ বছরের ক্যান্সার, কিডনি,লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড,জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক এবং প্রান্তিক চাষীদের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
রবিবার (২৭জুন) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি থেকে এসব চেক ও ঢেউটিন বিতরণ করেন।
লালপুর উপজেলা প্রশাসন, সমাজসেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত ও উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত)  শাম্মি আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্রমকর্তা  রফিকুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা মাহফিজুর রহমান,কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, লালপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, সদস্য ফিরোজ আল হক ভুইয়া,  উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, সাধারণ সম্পাদক সোহেল রানা কনক, গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, আড়বাব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাদ আহমেদ শিবলী প্রমূখ। অনুষ্ঠানে চিকিৎসার জন্য ৩৮ জনের প্রত্যেককে ৫০ হাজার করে মোট ১৯ লক্ষ টাকার চেক, ৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে ৬০ হাজার টাকা, ৩৯ জনের মাঝে ৬২ বান্ডিল ঢেউ টিন ও নগদ ১ লক্ষ ৮৬ হাজার টাকা বিতরণ করা হয়।
সম্পাদনায়: আ.স ২৭/০৬/২০২১

সাম্প্রতিক মন্তব্য

Top