বিদ্যুতিক মিটার চুরি করে মোবাইল নম্বর লিখে গেলো চোর
প্রতিনিধি, নাটোর (লালপুর):
একটি ‘স’ মিলের দুইটি বৈদ্যুতিক মিটার চুরি করে মোবাইল নাম্বার লিখে রেখে গেছে চোর। মঙ্গলবার (২২ জুন ২০২১) রাতের আধারে এই অভিনব চুরি সংঘটিত হয় নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোধড়া গ্রামে।
মিলের মালিক আলতাব হোসেনের ছেলে শাহাদাত হোসেন জানান, মঙ্গলবার রাত দশটার দিকে মিল বন্ধ করে বাড়িতে যান। বুধবার সকালে এসে দেখেন বৈদ্যুতিক মিটার চুরি হয়ে গেছে। চোর মিটারের স্থানে একটি ফোন নম্বর (০১৭৪৯৫২৫৭২৮) লিখে রেখে যায়। সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে বলে, মিটার দেব টাকা দিতে হবে। পরে নাম্বারটি বন্ধ পাওয়া গেছে। একই দিনে পাশের আব্দুর রাজ্জাকের ‘স’ মিলেও একই ঘটনা ঘটে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাম্প্রতিক মন্তব্য