logo
news image

ছেলের ওপর আঘাত ঠেকাতে গিয়ে আহত হলেন মা

প্রতিনিধি, নাটোর (লালপুর):
নাটোরের লালপুরে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বে ছেলের ওপর আঘাত ঠেকাতে গিয়ে সুফিয়া বেগম (৬০) নামের এক মা আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (২৩ জুন ২০২১) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মনিহারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার মনিহারপুর গ্রামের মৃত আবু বক্কর মণ্ডলের ছেলে শামসুল ইসলামের ছাগল একই গ্রামের মৃত ভাঙ্গন মন্ডলের ছেলে আফজাল হোসেনের জমিতে ঘাস খেতে গেলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে আফজল হোসেন তার দুই ছেলে লিপু ও লিমন মিলে শামসুল ইসলামকে এলোপাথাড়ি মারধর করতে থাকে। চিৎকার শুনে মা সুফিয়া বেগম ছেলেকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও হাসুয়া দিয়ে কোপ দেন তারা। এতে সুফিয়া বেগমের হাতের আঙ্গুল কেটে গেলে তিনি অচেতন হয়ে মাটিতে লুটে পড়েন। স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ সময় শামসুল ইসলামও আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেন।
এ ঘটনায় বুধবার রাতে শামসুল ইসলাম বাদি হয়ে অভিযুক্ত ওই তিন জনের বিরুদ্ধে লালপুর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আহতের অপর ছেলে ফজলুর রহমান পলাশ জানান, আমার মায়ের উপর যে হামলা হয়েছে এমন ঘটনা যেন আর না ঘটে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি জানান তিনি।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত মহিলার ডান হাতের একটি আঙ্গুল কেটে যাওয়ায় চারটি সেলাই দেওয়া হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান জানান, অভিযোগ পেয়ে তদন্তের জন্য এএসআই শারাফাত আলীকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাম্প্রতিক মন্তব্য