logo
news image

লালপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রতিনিধি, নাটোর (লালপুর):
নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভায় সাত দিনের জন্য কঠোর লকডাউনে জরিমানা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ জুন ২০২১) লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার জানান, লকডাউনের দ্বিতীয় দিনে গোপালপুর পৌরসভার বিভিন্ন স্থানে সাত দিনের আরোপিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারী আদেশ অমান্য ও স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় ৫ টি মামলায় দুই হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয় নিশ্চিত করে বলেন, লকডাউন বাস্তবায়নে পুলিশ তৎপরতার সাথে কাজ করছে।
আগামী ২৯ জুন সন্ধ্যা ছয়টা পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে প্রশাসন।

সাম্প্রতিক মন্তব্য

Top