লালপুরে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী
প্রতিনিধি, নাটোর (লালপুর):
নাটোরের লালপুরে করোনা মহামারির কারনে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে দলীয় নেতাকর্মীরা।
বুধবার (২৩ জুন ২০২১) সকালে লালপুর উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দলীয় নেতা-কর্মীরা জাতীয় সংগীত পরিবশেনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে লালপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পুস্তবক অর্পণ করেন।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসাহাক আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারনম্যান মনোয়ার হোসেন মনি। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান পরভীন আক্তার বানুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য