logo
news image

লালপুরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার অভিযোগ

প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুরে ছানোয়ার হোসেন (৪২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার (১৬ জুন ২০২১) ভোর রাতে উপজেলার করিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কোলহের জের ধরে বুধবার ভোর রাতে উপজেলার চংধুপইল ইউনিয়নের করিমপুর গ্রামের মো. মেহের আলীর ছেলে ছানোয়ার হোসেন (৪২) তার বসত ঘরের তীরের সাথে রশি টানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে আব্দুলপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

সাম্প্রতিক মন্তব্য