logo
news image

রেলওয়ের রানিং কর্মচারীদের রানিং ভাতা পুনঃপ্রতিষ্ঠার দাবীতে পাকশীতে বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ

রেলওয়ের রানিং কর্মচারী ট্রেন চালক, পরিচালক, টিটিই ট্রেন অপারেশনের সাথে সম্পৃক্তরা রানিং ভাতা (মাইলেজ) পুনঃপ্রতিষ্ঠার দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেপশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে সোমবার (১৪ জুন) এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়

বাংলাদেশ রেলওয়ের ট্রেন চালক লোকোমাস্টারদের সংগঠন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি (রেজি-বি ১৮৭৮) আয়োজিত বিক্ষোভে রানিং ভাতা বন্ধ করে দেওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়পাকশীতে বিক্ষোভ মিছিল শেষে সম্মিলিত সমাবেশে রেলওয়ের রানিং ষ্টাফরা জানান, যে কোন মূহুর্তে ট্রেন চলাচল বন্ধ হতে পারে

 

সমাবেশে ট্রেনের রানিং ষ্টাফরা বলেন, দিন-রাত, ঝড়-বৃষ্টি মহামারী উপেক্ষা করে রেলওয়েকে গতিশীল রাখতে জীবনের ঝুকি নিয়ে তারা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ট্রেন যাত্রীদের সেবাদানসহ দেশের অর্থনীতিতে সম্মুখ সারীর যোদ্ধা হিসাবে কাজ করে আসছে১০৩৯ মোতাবেক ১০০ মাইল বা প্রতি ৮ ঘন্টা ট্রেন পরিচালনার জন্য রানিং স্টাফগণ ১ দিনের মূল বেতনের সমপরিমান অর্থ রানিং ভাতা / মাইলেজ হিসাবে প্রাপ্য হবেনএকজন রেলওয়ে কর্মচারী সপ্তাহে সর্বোচ্চ ৮৪ ঘন্টার বেশি ডিউটি করবে নাএ সাপ্তাহিক রবিবার বিশ্রামের দিন ও উল্লেখ আছেঅর্থাৎ রবিবার বা সাপ্তাহিক যেকোনো বন্ধের দিনে ডিউটি করলে হলিডে মাইলেজ প্রাপ্তির বিধান আছেযা বর্তমানে বিলুপ্তহোল্টেজ মাইলেজ ও বিলুপ্তএকজন রানিং স্টাফ দৈনিক ১২ ঘন্টা করে মাসে সর্বোচ্চ ৩৬০ ঘন্টা (৪৫ দিন মাইলেজ) কর্মঘন্টার বিধান আছেকিন্তু বাংলাদেশ রেলওয়েতে ট্রেন চালক স্বল্পতার কারণে প্রতি মাসে লোকোমাস্টারদের ৪৮০ ঘন্টা (৬০ দিন মাইলেজ ) থেকে ৫৬০ ঘন্টা (৭০ দিন মাইলেজ ) বা তাঁর অধিক হয়ে থাকেবর্তমানে অর্থ মন্ত্রণালয় ঘোষিত সিস্টেমে রানিং কর্মচারীদের মাইলেজ তথ্য ইনপুটের ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছেঅর্থাৎ সফটওয়্যারটি ৩০ দিনের বেশি মাইলেজ ভাতা ইনপুট নিচ্ছে নাএ সংক্রান্ত জটিলতার কারণে গ ১ জুন প্রধান যন্ত্র প্রকৌশলী (পূর্ব ও পশ্চিম) হতে অতিরিক্ত মহাপরিচালক (অর্থ), রেলভবনে চিঠি দেয়া হয়েছে বলে তারা জানিয়েছেন

সমাবেশ শেষে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শহিদুল ইসলামের নিকট স্বারকলিপি প্রদান করা হয়

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি সেলিম হাওলাদার, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক আব্দুল হালিম, কার্যকরী সদস্য আব্দুর রাজ্জাক, গার্ড কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজাল হোসেন, রেলশ্রমিক লীগের ঈশ্বরদী শাখার সাধারণ সস্পাদক আসলাম উদ্দিন খান, রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, রাজশাহী শাখার সভাপতি মোহাম্মদ আসাদ প্রমূখ।

পশ্চিমাঞ্চল রেলওয়ের খুলনা, রাজবাড়ি, রাজশাহী, পার্বতিপুর ও ঈশ্বরদী শাখার রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি, গার্ড কাউন্সিল ও টিটিই এসাসিয়েশনের নেতারা এসময় উপস্থিত ছিলেন

সাম্প্রতিক মন্তব্য

Top