logo
news image

বাবার হাসুয়ার কোপে শিশুপুত্র আহত

প্রতিনিধি, নাটোর (লালপুর)
কথা না শোনায় মো. মেহেদী নামের ১০ বছরের এক শিশুপুত্রকে হাসুয়ার কোপে আহত করেছে তার বাবা। রোববার (১৩ জুন ২০২১) রাত ৯ টার দিকে নাটোরের লালপুরের বাকনাই (পালপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
লালপুর থানা সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার বাকনাই গ্রামের মো. আব্দুল বারেক তার ছেলে মেহেদীকে শাসন করার এক পর্যায়ে উত্তেজিত হয়ে হাসুয়া দিয়ে কোপ দেন। এতে মেহেদীর ডান হাতে মারাত্মক জখম হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তার পিতা মো. আব্দুল বারেক বলেন, ছেলে মেহেদী তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিভিন্ন অপরাধ থেকে রক্ষা করতে তাকে শাসন করেন। এক পর্যায়ে রাগের বসবর্তীতে এ ঘটনা ঘটে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. ওয়ালিউজ্জামান বলেন, হাসুয়ার কোপে ডান হাতের মাংস পেশিতে বেশ ক্ষত হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ বিষয়ে থানা কোন অভিযোগ করা হয়নি।

সাম্প্রতিক মন্তব্য