লালপুরে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতিনিধি, নাটোর (লালপুর)
পারিবারিক কলহের জেরে নাটোরে লালপুরে গলায় ফাঁস দিয়ে শাপলা বেগম (৪২) নামের এক গৃহিনীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (১২ জুন ২০২১) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জয়কৃষ্ণপুর পশ্চিমপাড়া গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শাপলা বেগম শারিরিক অসুস্থতার কারণে বাড়িতে রান্না-বান্না নিয়ে শনিবার তার স্বামীর সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে ওই রাতে নিজ বাড়িতে টিনের ছাপরা ঘরে বাঁশের সাথে গলায় ফাঁস দিলে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য