লালপুরে আওয়ামী লীগের মাস্ক বিতরণ
প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে জনসাধারণকে সচেতন করতে প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, শনিবার (১২ জুন ২০২১) বেলা সাড়ে এগারোটার দিকে ত্রিমোহিনী চত্বরসহ লালপুর বাজারের বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপনসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য