logo
news image

চীনে একটি ১৫ তলা ভবন মাত্র ১০ সেকেন্ডে ভেঙে গুঁড়িয়ে দিল শ্রমিকরা

 চীনে একটি ১৫ তলা ভবন মাত্র ১০ সেকেন্ডে ভেঙে গুঁড়িয়ে দিল শ্রমিকরা। শুধু ভাঙার সময় একটা বিকট শব্দ হয়েছিল। তারপর ধুলোর ঝড়।  দক্ষিণ-পশ্চিম চীনের চেঙদু শহরে ঘটনাটি ঘটে। 
 
সেই বিল্ডিং ভেঙে পড়ার একটি দৃশ্য মোবাইল বন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক ব্যক্তি। একসময় ওই বিল্ডিংটি ছিল একটি এক্সিজিবিশন সেন্টার। 
 
তবে এই বাড়িটি ধূলিস্মাৎ করার আগে, বাড়ির বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে দেয় প্রশাসন।   ২০ বছরের পুরনো এই বাড়িটি ডিনামাইটের ঘায়ে মাত্র ১০ সেকেন্ড ভেঙে দেয়া হয়েছে। বাড়িটি ১৫০ ফুট লম্বা ছিল।

সাম্প্রতিক মন্তব্য

Top