logo
news image

ঈশ্বরদীতে নৌ পুলিশের অভিযানে ড্রাম ট্রাকসহ ৩ জন আটক

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে নৌ পুলিশের অভিযানে মাটি ভর্তি ড্রাম ট্রাকসহ ৩ জন আটক হয়েছে। আটককৃতরা হলো ড্রাম ট্রাক মালিক ইমরান হোসেন মোল্লা (৩৩), চালক সানা আলী মোল্লা (২৮) ও হেলপার হযরত প্রামাণিক (১৯)। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বুধবার (৯ জুন) জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে পর বিলকেদার (মানিক মোড় হাট) এলাকার পদ্মার শাখা চর হতে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় এই অভিযান পরিচালিত হয়। ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান মিঞার নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় এসআই আরিফুল ইসলাম, এএসআই শহীদুল ইসলাম, সাব্বির হোসেনসহ একদল ফোর্স অংশ গ্রহন করে।
পদ্মার চরে অবৈধভাবে মাটি ও বালু কাটার বিরুদ্ধে আরো অভিযান পরিচালিত হবে বলে ফাঁড়ির ইনচার্জ আব্দুল হান্নান জানিয়েছেন।

সাম্প্রতিক মন্তব্য