লালপুরে শিশুকে ধর্ষণ মামলায় কিশোর গ্রেপ্তার
প্রতিনিধি, নাটোর (লালপুর)
আইসক্রিম কিনে দিয়ে আট বছরের মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শনিবার (৫ জুন ২০২১) ভোরে এক কিশোরকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ। নাটোরের লালপুরে শুক্রবার দুপুরে ধর্ষণের ঘটনা ঘটে। মেয়েটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
লালপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আট বছরের এক মেয়েশিশু বাড়ির পাশে রাস্তায় আইসক্রিম কেনার জন্য বের হয়। তখন প্রতিবেশী এক কিশোর তাকে আইসক্রিম কিনে দেয়। আইসক্রিম খেয়ে বাড়ি ফেরার পথে ওই কিশোর তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি গিয়ে অভিভাবকদের ঘটনা খুলে বলে। রাতেই মেয়েটিকে একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় মেয়েটির বাবা শুক্রবার রাতে লালপুর থানায় অভিযুক্ত কিশোরের নাম উল্লেখ করে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, অভিযুক্ত কিশোরকে শনিবার আদালতে পাঠানো হয়। ভুক্তভোগী শিশুর স্বাস্থ্য পরীক্ষা শেষে তার জবানবন্দি গ্রহণ করা হবে।
সাম্প্রতিক মন্তব্য