logo
news image

লালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রতিনিধি, নাটোর (লালপুর)
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পথশিশুদের মাঝে জাতীয়তাবাদী ছাত্রদলের খাবার বিতরণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নাটোরের লালপুর উপজেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (৩ জুন ২০২১) সকাল সাড়ে ১০টায় উপজেলার গৌরীপুরে লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইটের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top