লালপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৭ জনের জরিমানা
প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুর বাজারে করোনা ভাইরাসের বিস্তার হ্রাসে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩ জুন ২০২১) সকালে লালপুর বাজারে দোকান মালিক, পরিবহন শ্রমিক ও যাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে সরকারী নির্দেশনা অমান্য করায় এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় ৬ ব্যক্তি এবং এক দোকানদারের জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার জানান, করোনা প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে সচেতনামূলক প্রচারণা অব্যহত রয়েছে। সরকারী নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমান আদালতে ৭ টি মামলায় এক হাজার ছয়’শ জরিমানা করা হয়।
সাম্প্রতিক মন্তব্য