logo
news image

ঈশ্বরদীতে বিনা উদ্ভাবিত আমন ধানের উপর কৃষক প্রশিক্ষণ

ঈশ্বরদী ( পাবনা) সংবাদদাতাঃ
বিনা উদ্ভাবিত আমন ধানের জাতসমূহের পরিচিত, চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (৩ জুন) ঈশ্বরদী বিনা উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এই জাতের উৎপাদন বৃদ্ধি কল্পে উপকেন্দ্রের হলরূমে কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন বিনার ঈশ্বরদী উপকেন্দ্রের অফিসার ইনচার্জ কৃষিবিদ মোহাম্মদ মারুফ হোসেন।
 বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাবনার উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল কাদের, উপজেলা কৃষি অফিসার আব্দুল লতিফ। স্বাগত বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা খান জাহান আলী। সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুন নাহার।
কারিগরি সেশনে বক্তব্য রাখেন বিনার উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ সুশান চৌহান। ৯০ জন নারী ও পুরুষ কৃষক প্রশিক্ষণে অংশগ্রহন করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top