logo
news image

ঈশ্বরদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিতুলাতুন্নেছা মুজিব (বালিকা) অনুর্ধ ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সরকারি এস এম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নূরুজ্জামান বিশ্বাস।

উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কাযেস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইসাহক আলী মালিথা, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, অধ্যক্ষ আইনুল হোসেন, সাঁড়া ইউপি’র চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, পাকশীর চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, সলিমপুরের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়ার চেয়ারম্যান বকুল সরদার, কৃষকলীগ নেতা মুরাদ মালিথা প্রমূখ।

উদ্বোধনী খেলার এক প্রান্তে রয়েছে সাঁড়া ইউনিয়ন একাদশ এবং আরেক প্রান্তে পাকশী ইউনিয়ন একাদশ।

সাম্প্রতিক মন্তব্য