logo
news image

গরমে ঈশ্বরদীতে তাল শাস বিক্রি বেড়েছে

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
মোহনীয় ঘ্রাণ এবং মিষ্ট স্বাদের কচি তাল শাসের কদর বেড়েছে ঈশ্বরদীর হাট-বাজার ও পাড়া-মহল্লায়। এলাকা ভেদে একটি তালের দাম ৫ থেকে ১৫ টাকা। ঈশ্বরদী শহর ও গ্রামাঞ্চলে দেখা মিলছে তাল শাস বেচাকেনার দৃশ্য।

মঙ্গলবার ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকায় দেখা যায় ইউনুচ আলী নামে এক তাল শাস বিক্রেতাকে। তিনি মুলাডুলি ইউনিয়নের লক্ষীকোলা গ্রামের বাসিন্দা। বছরের অন্যান্য সময় ইটভাটায় কাজ করলেও এখন বন্ধুর সাথে তালের শাস বিক্রি করেছেন। তিনি বলেন, একটি তাল থেকে দু’টি বা তিনটি শাস হয়। প্রতিটি শাস এখন ৫ টাকা দরে একটি তাল ১৫ টাকায় বিক্রি করছি। দাম গত বছরে চেয়ে বেশি। এবারে তালের সংকট থাকায় দাম বেড়েছে। প্রতিদিন প্রায় ১,৫০০ টাকার তাল শাস বিক্রি করলে  ৫০০-৭০০ টাকা লাভ থাকে।
শহরে তাল শাস কিনতে আসা ক্রেতা আনিসুল ইসলাম বলেন, গত বছরের থেকে এবার তাল শাসের দাম একটু বেশি। গত বছর যে তালের শাস ৩ থেকে ৪ টাকায় কিনেছি।  এবার সেটি ৫ থেকে ৬ টাকায় কিনতে হচ্ছে।
ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, তীব্র গরমে অতিষ্ঠ জীবন। একটু স্বস্তি পেতে তাল শাস কিনতে এসেছি।
লক্ষীকুন্ডার শিশির বলেন, বাড়িতে আটটি তাল গাছ আছে। ছয়টি গাছে তাল ধরেছে। কচি তাল প্রতিটি ৭ টাকা দরে হিসেবে বিক্রি করে দিয়েছি।

সাম্প্রতিক মন্তব্য

Top