লালপুরে গলায় ফাঁস দিয়ে গৃহিনীর আত্মহত্যার অভিযোগ
প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে ডলি বেগম (২৮) নামের এক গৃহিনীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ মে ২০২১) দুপুরে উপজেলার বড়বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের কোরবান আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক অনটন ও কোলহের জেরে বুধবার দুপুরে ডলি বেগম সবার অজান্তে তার নিজের ঘরের বাঁশের তীরের সাথে ফাঁস দিয়ে ঝুলে আত্মহত্যা করে। পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য