লালপুরে দুর্বৃত্তদের হামলায় আহত ইউপি সদস্য
প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুরে দুর্বৃত্তদের হামলায় মুসা সরকার (৪১) নামের এক ইউপি সদস্য আহত হয়েছেন। রোববার (২৩ মে ২০২১) রাতে উপজেলার কালুপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত মুসা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের সদস্য এবং শালেশ্বর গ্রামের মৃত মেহের সরকারের ছেলে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় ও আহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে মুসা সরকার মোটরসাইকেল নিয়ে গোপালপুর থেকে শালেশ্বর গ্রামে বাড়ির দিকে রওনা দেন। রাত সাড়ে দশটার দিকে কালুপাড়া নামক স্থানে পৌঁছালে ৭/৮জন দুস্কৃতিকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। তারা এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডা. সাদিয়া আফরিন বিশ্বাস লিজা জানান, রাত ১১টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ধারালো অস্ত্রের আঘাতে মাথার মাঝখানে জখম এবং ডান কান প্রায় সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে। সেই সাথে লাঠি দিয়ে দুই পা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাম্প্রতিক মন্তব্য