লালপুরে চা বিক্রেতার মরদেহ উদ্ধার
প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুরে এক চা বিক্রেতার নিজের চায়ের দোকান থেকে গলায় কাপড় পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত মুজদার আলী (২৮) উপজেলার নওদাপাড়া গ্রামের সাজদার রহমানের ছেলে।
সোমবার (২৪ মে ২০২১) সকালে লালপুর বাজারের নিহতের নিজ চা দোকান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে লালপুর বাজারের নিহত মাজদারের নিজস্ব চায়ের দোকানের ভিতরে গলায় কাপড় পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মাজদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পিতা সাজদার আলী জানান, তার ছেলে নিহত মুজদার আলী প্রায় ১০ বছর ধরে লালপুর বাজারে চায়ের দোকান চালান। চার বছর আগে নবীনগর গ্রামের মো. সাইফুল ইসলামের মেয়ে সোহানা আক্তার এ্যানির সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি শশুর বাড়িতে বসবাস করতেন। গত রাতে তিনি দোকানে আত্মহত্যা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য