logo
news image

লালপুরে ২৬ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুরে ২৬ বছর ধরে পলাতক এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সিদ্দিকুর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার হবিতপুর গ্রামের পাঞ্জু মোল্লার ছেলে।
লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ মে ২০২১) দিবাগত রাতে লালপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সরাফত আলীর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরের ছোট চৌহালি চর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ২৬ বছর ধরে পলাতক এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সিদ্দিকুর রহমানকে (৫০) গ্রেপ্তার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সিদ্দিকুর রহমান জিআর ৪২/৯৩ এর এক বছর সাজাপ্রাপ্ত আসামি। বৃহস্পতিবার তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য