logo
news image

বড়াইগ্রামে খাল থেকে লাশ উদ্ধার

নিজস্বপ্রতিবেদক,  বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে খাল থেকে গনি প্রামানিক (৫০) নামের এক মানসিক রুগীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলা রয়না ভরট গ্রামে এ ঘটনা ঘটে। গনী প্রামানিক রয়না ভরট গ্রামে মৃত আজগর আলীর ছেলে।
গনির ছেলে ফয়সাল হোসেন জানান, তার বাবা পাঁচ বছর যাবত মানসিক ভারসাম্য হিনতায় ভুগছে। রবিবার সকালে চাচা রফিকুল ইসলামকে আমার বাবা চর মারে। আমার চাচা বাবাকে গাছের সাথে বেধে রাখে। দুপুরে পুলিশ এসে বাবাকে ছেড়ে দেয়। রাত ৯টার দিকে বাড়ি পাশের খাল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষনা করে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক করন জানার জন্য ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top