logo
news image

লালপুরে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী প্রস্তুতি কমিটি

প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুরে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী (২০২২ সাল) উদযাপন উপলক্ষে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৫ মে ২০২১) বিকেলে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ১৯৮৮ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটি সদস্য মো. আতিকুল হক আতিককে আহ্বায়ক এবং প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন মন্ডলকে সদস্য-সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ১৯৭৬ সালের ব্যাচের শরিফউদ্দিন আহমেদ বাবলা, ১৯৭৭ সালের ব্যাচের শিক্ষাার্থী স্বপন কুমার পাল, ১৯৮৩ শিক্ষা ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম রানা, ১৯৮৭ ব্যাচের শিক্ষার্থী মনোয়ার হোসেন মনি, ১৯৯২ ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম লিটন, ওয়ালিউল ইসলাম, ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থী সোহেল রানা, বকুল, রহমত, ১৯৯৪ ব্যাচের সুরুজ, ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থী শরিফ আহম্মেদ লিংকনসহ বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

সাম্প্রতিক মন্তব্য

Top