logo
news image

লালপুরে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর উপজেলার পালিদেহায় সামাজিক দুরুত্ব বজায় রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে মোহাম্মদ আলীর বাড়ি প্রাঙ্গনে ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান খাঁনের সভাপতিত্বে লালপুর উপজেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নিজস্ব  অর্থায়নে ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের দিক নির্দেশনায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৪৫০জন  দুস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় । ঈদ সামগ্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং ঈশ্বরদী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  রফিকুল ইসলাম বিমান, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক রানা, আওয়ামীলীগ নেতা রেজাউল ইসলাম খাঁন, হাজের উদ্দিন প্রামানিকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সাম্প্রতিক মন্তব্য

Top