logo
news image

বলিউডের মন্দ শাশুড়ি কে

চিরাচরিত নিয়েমেই বউ-শাশুড়ির সম্পর্ক তেমন সুবিধার নয়। শুধু সাধারণ পরিবার নয়, বলিউডের তারকা পরিবারগুলোও এর ব্যতিক্রম নয়। অনেক সময় তারকা পরিবারগুলোর বউ-শাশুড়ি সম্পর্ক নিয়ে নানা চিত্র আমাদের সামনে আসে। কখনও আবার তারকা পরিবারের ভেতরের দ্বন্দ্ব থেকে যায় একেবারেই অন্তরালে। তবে বলিউড শাশুড়িদের মধ্যে কে ভালো, কে মন্দ তার স্বরুপ উন্মোচন করেছেন করণ জোহর। তিনি শুধু বলিউডের অন্যতম পরিচালক বা প্রযোজকই নন, একজন ভালো সঞ্চালকও বটে। জিনিউজের এক খবরে বলা হয়েছে, সম্প্রতি ১০৪.৮ FM-এ 'কলিং করণ' নামে একটি শোয়ের সঞ্চালনা করেছেন করণ। এ সপ্তাহের বিষয় ছিল দম্পতির মধ্যে পরিবারের হস্তক্ষেপ। এখানেই তারকা পরিবারের নানান বিষয় উঠে আসে। শোয়ের র‍্যাপিট ফায়ার রাউন্ডে করণকে প্রশ্নের তীরে বিদ্ধ করেন শ্রোতারা। তাদের প্রশ্ন- বলিউডের সব থেকে ‘মন্দ শাশুড়ি মা’ কে? স্বাভাবিকভাবেই এই প্রশ্নের জন্য তৈরি ছিলেন না করণ। তাই এ ক্ষেত্রে গা বাঁচিয়ে উত্তর দেন তিনি। বলিউডের সবচেয়ে প্রিয় শাশুড়ি হিসেবে তিনি সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের শাশুড়ি মা জয় বচ্চনের নাম নেন। এ ক্ষেত্রে অবশ্য করণকে অপশন দেওয়া হয়। অপশনগুলো মধ্যে- ১. শর্মিলা ঠাকুর ২. ববিতা কাপুর ৩. নীতু কাপুর ৪. হেমা মালিনী ৫. জয় বচ্চনের নাম ছিল। তবে করণ এর মধ্য থেকে জয়া বচ্চনের নামটাই বেছে নেন। এখানেই শেষ নয়, বলিউডের উপযুক্ত পুত্রবধূর নামও জিজ্ঞাসা করা হয় করণকে। তবে এ ক্ষেত্রে করণের উত্তর ছিল- দীপিকা পাড়ুকোন। কারণ খুব শিগগিরই দীপিকা সিং পরিবারের বধূ হতে চলেছেন এমনটাই শোনা যাচ্ছে। 

সাম্প্রতিক মন্তব্য

Top