logo
news image

লালপুরে ঈদসামগ্রী বিতরণ করলো ইসলামী আন্দোলন

প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুর উপজেলার বিভিন্নি গ্রামের দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ মে ২০২১) লালপুর উপজেলা সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খালেকুজ্জামানের সভাপতিত্বে ঈদসামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন, আইএবি ঢাকা মহানগর উত্তরের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ।
এ সময় উপস্থিত ছিলেন, কবি মাজহারুল ইসলাম রকি, কেএস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম গিলু, মাহমুদুল হাসান নয়ন, সুইট, সাগর প্রমুখ।
ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন বলেন, করোনাকালীন সময়ের শুরু থেকে সারাদেশে সংগঠনটি সাধ্যমত ত্রাণ বিতরণ, করোনা সংক্রমনে কিংবা করোনার উপসর্গে মৃত মুসলিমদের কাফন-দাফন ও অমুসলিমদের সৎকার কার্যক্রম পরিচালনা করছে।

সাম্প্রতিক মন্তব্য

Top