logo
news image

ঈদ ও আমার দুঃখ

জমিন আহমেদ।।
এ পর্যন্ত যতো ঈদ আমার জীবনকে অতিক্রম করেছে তার কোনটিই আমাকে হাসি খুশি করতে পারেনি। ঈদে নতুন পোশাক কিনতে পারতাম না বলে বন্ধুদের সাথে ঈদের দিন খুব একটা মিশতাম না। শুধু তাই নয়, ঈদের দিন হাতে কোনো টাকা থাকতো না বলে বন্ধুদের সাথে খুব একটা আড্ডা দিতাম না। বাড়ির ছোট ছোট বাচ্চাদের ঈদ বোনাস দিতে পারতাম না বলে তাদের সাথে দেখা করতাম না। পালিয়ে থাকতাম। কেবলই ঘরের মধ্যে সারাদিন বসে থাকতাম। দুঃখ, কষ্ট, হতাশা আর লজ্জা সবসময় আমাকে কুরে খেতো।
তবে ওই কষ্টগুলো আমাকে সুন্দর এক পথ দেখিয়েছিলো। মনের দুঃখে সারাদিন পড়তাম। আমার জীবনে সব থেকে বেশি স্টাডি করতাম ঈদের দিন।
ঈদ উপলক্ষে ভাই-বোনরা ও বন্ধু কানিজ সুবর্ণা আমাকে ঈদ বোনাস দিতো। কিন্তু সেই টাকা দিয়ে আমি কোনো কাপড় কিনতাম না। রেখে দিতাম। কারণ বাসা ভাড়া যে এখনও বকেয়া রয়েছে। অনেকগুলো বই এখনো যে কেনা হয়নি। ঈদের পরে সেই টাকা দিয়ে বই কিনতাম আর বাসা ভাড়া দিতাম।
আলহামদুলিল্লাহ এই প্রথম আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর আমার জীবনে অত্যন্ত আনন্দঘন একটি ঈদ হতে যাচ্ছে। নিজ পরিবার ও আত্মীয় স্বজনদের মুখে হাসি ফোটানোর আপ্রাণ চেষ্টা করেছি। যতোটা সম্ভব সবার জন্য কেনাকাটা করেছি। পাশাপাশি কিছু সুবিধাবঞ্চিত প্রিয় মানুষদের জন্য সামান্য উপহার হিসেবে বিভিন্ন পোশাক পরিচ্ছদ পৌঁছে দিতে পেরেছি। সত্যিই আমার যে কতোটা আনন্দ হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়।
জীবনে অনেকগুলো ঈদের বিনিময়ে আজকের এই ঈদকে পাওয়া।
যারা এখনও বেকার জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছো তোমাদের প্রতি অনুরোধ ঈদের দিন অনেক বেশি করে স্টাডি করো। চোখের পানি মুছে ফেলে সারাদিন বই নিয়ে পড়াশোনা করতে থাকো। অশ্রুসিক্ত ঈদের দিন শপথ করো আগামীর ঈদটা তোমার জীবনের শ্রেষ্ঠ ঈদ হিসেবে যেনো হাজির হয়।
আর যারা সামর্থ রাখেন, কম হোক বেশি হোক উপার্জন করছেন তাদের প্রতি অনুরোধ নিজের বাবা-মাসহ পরিবার, আত্মীয়-স্বজন আশেপাশের অসহায় মানুষদের ও বেকার ছাত্রদের পাশে দাঁড়ান।
প্লিজ প্লিজ প্লিজ। পারলে কোনো বেকার চাকরি প্রত্যাশী ছাত্রদের হাতে ঈদ বোনাস দিন। দেখবেন তারা হয়তো সেই টাকা দিয়ে আমার মতো বই কিনে পড়ালেখা করে একদিন বিসিএস ক্যাডার হবে।
মনের আবেগ থেকে কথাগুলো শেয়ার করলাম। ভুল মনে হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।
* জমিন আহমেদ: ৩৮ তম বিসিএস ক্যাডার পরিবারের অন্যতম সংগঠক।

সাম্প্রতিক মন্তব্য

Top