মো. গোলাম রহমান।।
ধেয়ে আসে কুয়াশা-আঁধার এক
ভয়াবহ অদৃশ্য গতি!
হয়েছে সময় এবার মানুষের এ আবাসভূমির
চূড়ান্ত পরিণতি।
এখনি বুঝি
প্রায় ডুবে যায় মানুষের এ পৃথিবী,
অবশেষে পড়ে থাকে অথৈ বানের জলে।
ডুবে থাকা আবাসভূমি,
ঠেকেছে মানুষের নাসিকা তলে,
খড়কুটো ধরে বাঁচার চেষ্টায় নিরীহ প্রাণীসকলে।
একই তালে,
পাখ-পাখালি, মাছ-মাছি আর গরু-ছাগলে।
আবাল-বৃদ্ধ-বনিতা-ধনী-গরিব-নারী-পুরুষ
সবাই ভাসবে এই অজানা প্লাবনে -- আকালে।
কবরস্থানে শব দাফনে,শ্মশানে চিতার আগুনে,
চাপা মাটি গণকবর আর ক্লান্ত গোরস্থানে
সারি সারি ভূলুন্ঠিত মানবতা দহনকালে
যেমন ঘটেছে করোনাকালে।
কুয়াশা আঁধার কেটে যাক, দেখ আকাশপানে;
ঝুনঝুনি বাজায় অবুঝ শিশু
মেঘের কোলে বসে।
সূর্য কিরণ দেখে
কুটি কুটি হাসে।
আর কত পাপ ক্ষয় হলে
এই পৃথিবী বেঁচে থাকবে অবশেষে?
০৮-০৫-২০২১
* মো. গোলাম রহমান: সম্পাদক, আজকের পত্রিকা।
সাম্প্রতিক মন্তব্য