সুবিধা বঞ্চিতদের পাশে দেশ ফাউন্ডেশন
ইমাম হাসান মুক্তি, প্রতিনিধি, নাটোর (লালপুর)
সমাজের সুবিধাবঞ্চিত, ছিন্নমূল, নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে দেশ ফাউন্ডেশন।
দেশ ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ২০১৫ সাল থেকে দেশ ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় নিজেদের উৎসর্গ করে যাত্রা শুরু করে এক ঝাঁক তরুণ। পবিত্র এ রমজান মাসে সবার সহযোগিতা এবং ভালোবাসায় দেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজান পিছ ২০২১ এর কার্যক্রম শুরু করে। বর্তমানে চারটি সেবা মূলক কার্যক্রম পরিচালনা করছে অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনটি। কর্মসূচিগুলো হলো:
ফুডপ্যাক:
সমাজের সুবিধাবঞ্চিত, ছিন্নমূল, নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারের সমাজের সুবিধাবঞ্চিত, ছিন্নমূল, নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে চাউল, ডাউল, তেল, আলু, পেঁয়াজ, চিনির মতো নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করছে। সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ও পারস্পারিক সৌহার্দ্য ছড়িয়ে দিতে এই রমজানে সহমর্মিতার বার্তা সবখানে ছড়িয়ে কাজ করছে।
ইফতার ও সেহরী ফুডপ্যাক:
করোনাভাইরাসের জন্য দেশের এই সংকটময় সময়ে পবিত্র রমজান মাসে সমাজের সুবিধাবঞ্চিত, ছিন্নমূল, নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে দেশ ফাউন্ডেশন। কাউকে যেন শুধু পানি দিয়ে ইফতারী করতে না হয় এবং সেহেরিতে ডালভাত হলেও যেন ঠিকমতো খেতে পারে। সেই লক্ষ্যে প্রতিদিন ওইসব পরিবারের মানুষের কাছে ইফতার সেহরীর ফুডপ্যাক পৌঁছায় দিতে নিরলসভাবে কাজ করে চলেছে দেশ ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী দল। ঢাকার বিভিন্ন পথে ছিন্নমূল এবং দিনমজুর মানুষের মধ্যে ইফতারি এবং রাতের খাবার সরবরাহ করছে।
বেবী ফুড কেয়ার:
ডোনেট ফর ফিউচার বাংলাদেশ (বেবী ফুড কেয়ার) প্রোগ্রাম নামে করোনাভাইরাসের শুরু থেকে সুবিধাবঞ্চিত, নিম্মবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারের শিশুদের জন্য বিনামূল্যে জরুরী খদ্যের সহায়তা দিয়ে যাচ্ছে দেশ ফাউন্ডেশন।
তারই ধারাবাহিকতায় ২০২১ সালের লকডাউনের শুরু থেকে শিশুদের খাদ্যে এবং প্রোটিনের যেন ঘাটতি না হয় এবং কোন বাবা-মায়ের চোখের সামনে যেন ছোট্ট আদরের সন্তানটিকে ক্ষুধার জ্বালায় কান্না করতে দেখতে না হয় সেই লক্ষ্যে ছোট্ট সোনামণিদের জন্য খাদ্য সহযোগিতা করে যাচ্ছে দেশ ফাউন্ডেশন।
তৃতীয় লিঙ্গের মানুষদের খাদ্য সহায়তা:
করোনার কারণে বিপাকে পড়েছে তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়সহ নিম্ন আয়ের মানুষ। তাদের পাশে খাবার সহায়তা দিচ্ছে দেশ ফাউন্ডেশন। এ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার দক্ষিণ কমলাপুর এলাকার ২৬জন হিজড়াকে খাদ্য সহায়তা প্রদান করে সংগঠনটি।
দেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মাসুক হাসান সোহাগ বলেন, দেশব্যাপী এক হাজার ফুডপ্যাক, ঢাকা শহরে প্রতিদিন এক’শ জনকে ইফতারি, এক হাজার শিশুর মধ্যে বেবি ফুড কেয়ার প্যাক এবং তৃতীয় লিঙ্গের হিজড়াদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছে দেশ ফাউন্ডেশন।
এ ছাড়াও নাটোরের লালপুরে আড়াই’শ জনের মধ্যে বিতরণ করছে রমজান পিছ ২০২১ ফুডপ্যাক। তিনি আরো বলেন, দেশ ফাউন্ডেশন নিঃস্বার্থ ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে কাজ করে চলেছে।
তিনি দেশ ফাউন্ডেশনের কর্মপরিধি সম্প্রসারিত করতে সমাজের বিত্তবান ও উদার মানসিকতার মানুষদের এগিয়ে আসার আহবান জানান।
ব্যাংকের মাধ্যমে অনুদান পাঠানোর ঠিকানা: হিসাবের নাম-দেশ ফাউন্ডেশন, হিসাব নম্বর-০০৮৭০২১০০০৫৩২৯, এনসিসি ব্যাংক লিমিটেড, পান্থপথ শাখা, ঢাকা। বিকাশ নম্বর-০১৬৩৯৭১৭১৭১ (পার্সোনাল)। যেকোন তথ্যের জন্য যোগাযোগ: দেশ ফাউন্ডেশন-০১৬৩৯৭১৭১৭১।
সাম্প্রতিক মন্তব্য