logo
news image

ঈশ্বরদীতে অসহায় ‍ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ঈম্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া নিম্নআয়ের মানুষের মাঝে আলোবাগ রাইডার্স ক্লাবের উদ্যোগে ইফতার বিতরণ করা হযেছে। বৃ্হস্পতিবার  (২৯ এপ্রিল) বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনাল ও ষ্টেশন এলাকায় এই ইফতার সামগ্রী বিতরন করা হয়।
অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণে সহযোগীতা করেন যুবলীগ নেতা  ও করোনা প্রতিরোধ কমিটির যুগ্ন আহ্বায়ক তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস। এসময় দোলন বিশ্বাস বলেন,করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সরকারের দেওয়া বিধি-নিষেধের কারণে  বেকায়দায় পড়েছে ভাসমান, ভবঘুরে, ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ম আয়ের মানুষ। কাজ না থাকায় অনেকের ঘরে দিন শেষে ইফতার করার মতো কোনো সামগ্রী নেই। এই পরিস্থিতিতে আমার বাবা পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাসের নির্দেশে  পথচারী, গরীব অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছি।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর যুবলীগের সাবেক যুগ্ন সম্পাদক মোশারফ হোসেন নয়ন, যুবলীগ নেতা সাত্তার হোসেন,ছাত্রলীগ নেতা আশিক হায়দার বিশাল সহ আলোবাগ রাইডার্স ক্লাবের সকল সদস্য।

সাম্প্রতিক মন্তব্য