logo
news image

লালপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি



 লালপুর (নাটোর) প্রতিনিধি 

নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের পানঘাটায়  আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে  বিএনপির  আর্থিক সহায়তা প্রদান।  
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য অধ্যক্ষ (অবঃ) কামরুন্নাহার শিরিনের নির্দেশেক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন লালপুর উপজেলা বিএনপি। ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাটোর জেলা বিএনপির  সদস্য হারুনর রশিদ পাপ্পু।

এসময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, কদিমচিলান ইউনিয়ন বিএনপির সভাপতি শফি আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, কদমচিলান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক এমরান আলী, সদস্য হাবিবুল বাশার সুমন,  লালপুর  উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান,  যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন প্রমুখ। 
এছাড়াও কদিমচিলান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

উল্ল্লেখ্য দলীয় ও স্থানীয় সূত্রে জানাযায়, 
শনিবার (১৬ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের পানঘাটা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আবুল হোসেনের রান্না ঘর থেকে আগুন লাগে। এরপর ওই রান্নাঘরসহ তার ভাই আকবর আলী সরদারের পুরো বাড়ি আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবার দুটি ব্যাপক ভাবে  ক্ষতিগ্রস্ত হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top