আওয়ামী লীগ কর্মীদের আর্থিক সহায়তা দিলেন সাবেক এমপি
প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার আওয়ামী লীগের অসহায় ও দুস্থ নেতা-কর্মীদের আর্থিক সহায়তা দিলেন ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ।
সোমবার (২৬ এপ্রিল ২০২১) লালপুরের মিল্কিপাড়া গ্রামে তাঁর নিজ বাসভবনে দুই উপজেলার ১৬টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ইউনিয়ন প্রতি এক লাখ টাকা করে নগদ অর্থ তুলে দেন। আওয়ামী লীগের অসহায় ও দুস্থ নেতা-কর্মীদের মধ্যে বন্টনের জন্য এই অর্থ প্রদান করেন।
সাম্প্রতিক মন্তব্য