logo
news image

লালপুরে ভিজিএফ-জিআর পাচ্ছে প্রায় ১৯ হাজার দুস্থ পরিবার

প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুর উপজেলার ১০টি ইউনিয়নে ১৯ হাজার ৮৭৪টি দুস্থ পরিবার ভিজিএফ-জিআর সুবিধা পাচ্ছে।
লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী জানান, পবিত্র ঈদুল ফিতর ২০২১ উপলক্ষে উপজেলার ১০টি ইউনিয়নের বন্যাক্রান্ত/ অন্যান্য দুর্যোগক্রান্ত/ দুঃস্থ/ অতিদরিদ্র পরিবারকে ভিজিএফ কর্মসূচির নগদ ৪৫০টাকা হারে সহায়তা প্রদানের জন্য উপজেলায় ১৩ হাজার ৮৭৪টি কার্ড বিভাজন করা হয়েছে।
প্রতি ইউনিয়নে বরাদ্দকৃত কার্ডের সংখ্যা: লালপুর-১৭৩০টি, ঈশ্বরদী-১৪৯৮টি, চংধুপইল-১৯৮৮টি, আড়বাব-১৫৪১টি, বিলমাড়িয়া-১০৯২টি, দুয়ারিয়া-১৩৩৬টি, ওয়ালিয়া-১৬৫১টি, দুড়দুরিয়া-১৪৮৫টি, অর্জুনপুর-বরমহাটি-৭২৫টি এবং কদিমচিলান-১১২৮টি।
এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষে লালপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের ৫০০ জন দরিদ্র ও দুঃস্থ পরিবারের সাহায্যার্থে জিআর প্রতি কার্ড ৫০০ টাকা হারে বরাদ্দ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top