logo
news image

লালপুরে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আকাশ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চরলালপুর গ্রামের শাহাবুল ইসলামের ছেলে।
স্থানীয় সুত্রে ও লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, বুধবার (২১ এপ্রিল ২০২১) সকাল সাড়ে নয় টার দিকে আকাশ তার বাবার জন্য খাবার নিয়ে পদ্মা নদীর চরে যায়। সেখানে খাবার খেতে দিয়ে তার বাবার অজান্তে সে নদীতে গোসল করতে নামে। পরে খাওয়া শেষে ছেলেকে না পেয়ে নদীসহ আশে পাশে খোজা খুজি করতে থাকে। এরই এক পর্যায়ে নদী থেকে ডুবন্ত এবং অচেতন অবস্থায় আকাশকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top