লালপুরে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল
প্রতিনিধি, নাটোর (লালপুর)
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হওয়ায় নাটোরের লালপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের আয়োজনে রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ এপ্রিল ২০২১) সন্ধ্যায় লালপুরের হাবিব আলয়ে এই মাহফিলের আয়োজন করা হয়। করোনায় আক্রান্ত বেগম খালেদা জিয়াসহ সকলের রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশীদ পাপ্পু, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও বিলমাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালাম, যুগ্ম আহবায়ক এ্যাড. মোস্তাফিজুর রহমান, যুবদলের সদস্য বুলেট খান, যুবনেতা হাবিবুল বাশার সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হান কবীর সুইট, যুগ্ম আহবায়ক আবু রায়হান, লালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আশিকুর রহমান মুক্তিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাম্প্রতিক মন্তব্য