লালপুরে লকডাউনে ঘুমিয়ে পড়েছেন দোকানি
প্রতিনিধি, নাটোর (লালপুর)
করোনায় স্বাস্থ্য বিধি মেনে চলছে নাটোরের লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া হাট। সকাল থেকে বাজার চললেও ক্রেতা না থাকায় অলস সময় ঘুমিয়ে কাটাচ্ছেন দোকানি ও কাচামালের ব্যবসায়ীরা।
বুধবার (৭ এপ্রিল ২০২১) বেলা সোয়া ১টার সময় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া হাট থেকে ছবিটি তোলা হয়।
সাম্প্রতিক মন্তব্য