logo
news image

বড়াইগ্রামে বেতন মওকুফের দাবিতে ছাত্রদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর

নাটোরের বড়াইগ্রামে বনপাড়ায় করোনাকালীন সময়ে স্কুুল কলেজের বেতন মওকুফের দাবিতে মানববন্ধন করেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন করে সেন্ট যোসেফস্ স্কুল এ্যান্ড কলেজ ও বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা।
এসময় বক্তব্য রাখেন সেন্ট যোসেফস্ স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী শান্ত, বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আসাদ ও বিশ্বজিৎ। মানবন্ধন কালে শিক্ষার্থীরা বলেন, করোনালাীন সময়ে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে স্কুল কলেজ বন্ধ রয়েছে। তবুও শিক্ষকরা আমাদের থেকে জোরপূর্বক বিদ্যালয়ের বেতন, বিদ্যুৎ বিল এবং পানি বিল আদায় করছেন। এমতাবস্থায় আমাদের পরিবারের হিমশিম খেতে হচ্ছে।  ছাত্ররা তাদের বেতন মওকুফের দাবিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে।

 

সাম্প্রতিক মন্তব্য

Top