logo
news image

লালপুরে চারটি রাস্তা পাকাকরণ উদ্বোধন

লালপুর (নাটোর) প্রতিনিধি।।
নাটোরের লালপুরে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন ইউনিয়নের প্রায় ৪ কিলো মিটার কাঁচা রাস্তা পাঁকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ মার্চ ২০২১) এসব কাজের উদ্বোধন করেন, ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ সময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা এলজিইডি’র প্রকৌশলী শহিদুল ইসলাম, লালপুর উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী, উপসহকারী প্রকৌশলী আলমগীর হোসেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, যুগ্মসম্পাদক গোলাম কাওছার, লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, এবি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আসলাম, গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রোকোনুল ইসলাম লুলু প্রমুখ।
উদ্বোধনকৃত রাস্তাগুলো হলো, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭০ লাখ ৭৮ হাজার ৪০৭ টাকা ব্যয়ে ‘অর্জুনপুর-বরমহাটি ইউনিয়নের আঙ্গারীপাড়া বটতলা-মানিকহার ভায়া হাবাস’ এক কিলোমিটার রাস্তা।
গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওয়াতাধীন এলজিইডি’র বাস্তবায়নে ১ কোটি ১ লাখ ১ হাজার ৭৯৩ টাকা ব্যয়ে ‘কলসনগর মুজিবর বটতলা গোপালপুর-রাজাপুর ইউজেডআর কুজিপুকুর রশিদের দোকান কালুপাড়া’ এক হাজার ৪৭৫ মিটার রাস্তা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৬৯ লাখ ৩৫ হাজার ৩০৮ টাকা ব্যয়ে ‘নাটোর-পাবনা সড়কের দিয়াড়পাড়া শফির বাড়ি হতে গুধরা ব্রীজ’ এক কিলোমিটার রাস্তা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ‘ওয়ালিয়া ইউপি সড়ক-কদিমচিলান হাট’ (চেঃ ৪০০০-৪৫০০) রাস্তা।

সাম্প্রতিক মন্তব্য

Top