লালপুরে মাস্ক পরিধান না করায় ৮জনকে জরিমানা
লালপুর (নাটোর) প্রতিনিধি।।
করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগনের সচেতনতা বাড়াতে নাটোরের লালপুর বাজারে ৮জনকে জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ মার্চ ২০২১) সন্ধ্যায় গনপরিবহন ও বিপনী বিতানগুলোতে মাস্ক পরিধান না করায় তাদের ৮জনকে ১৫শ টাকা জরিমানা করা হয়। এ সময় ছিন্নমুল মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করে লালপুর থানা পুলিশ।
লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার আজকের পত্রিকাকে বলেন, করোনা মোকাবেলায় এ অভিযান অব্যহত চলবে।
সাম্প্রতিক মন্তব্য