লালপুরের গাঁজাসহ গ্রেপ্তার ২
লালপুর (নাটোর) প্রতিনিধি।।
নাটোরের লালপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (২০ মার্চ ২০২১) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই আব্দুল আজিজ, মাসুদ রানা, এএসআই রুহুল আমিন ও শাহ আলমসহ পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযানকালে উপজেলার বাওড়া ঈদগাহের রাস্তা থেকে মো. বজলুর রহমানের ছেলে মো. আল আমিন (২৫) ও মৃত আদিল উদ্দিনের ছেলে মো. গোলাপ আলী (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বাড়ি উপজেলার পোকন্দা গ্রামে।
লালপুর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা জানান, এ ঘটনায় লালপুর থানায় একটি মাদক মামলা দায়ের হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য