logo
news image

লালপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আনন্দ মিছিল কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে  লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আনন্দ মিছিল, আলোচনা সভা, দোয়া  মাহফিল শেষে কেক কাটা  হয় ।
 বুধবার  (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায়  লালপুর উপজেলা তাঁতী লীগ কার্যালয়ে লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন নান্টুর সভাপতিত্বে আলোচনা সভায়  বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাউসার, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা।

 এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম  মাহমুদুল হক মুকুল, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ,  লালপুর সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের  (বিএম সংযোজিত) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাজা শামীম মো: ইলিয়াস হোসেন, মোহাম্মদ আলী প্রমূখ।
এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
এর আগে তাঁতী লীগ কার্যালয় থেকে একটি মিছিল  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাঁতী লীগ কার্যালয়ে এসে সমবেত হয়।

সাম্প্রতিক মন্তব্য