logo
news image

আগামী দিনে প্রত্যেক শিশু গড়ে উঠবে বঙ্গন্ধুর চেতনায়-বকুল এমপি

লালপুর (নাটোর) প্রতিনিধি।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, মাগফিরাত কামনায় দোয়া, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণীসহ নানা আয়োজনে নাটোরের লালপুরে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ ২০২১) সকালে লালপুর উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, ‘আগামী দিনে প্রত্যেক শিশু গড়ে উঠবে বঙ্গন্ধুর চেতনায়’।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার সা’দ আহমাদ শিবলীর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আকতার, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সিদ্দিক, মুক্তিযোদ্ধা নাঈম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আজবার আলী, এসকেন্দার মির্জা, যুগ্মসাধারণ সম্পাদক আলাউদ্দীন আলাল, আ স ম মাহামুদুল হক মুকুল, গোলাম কাওছার, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, প্রচার সম্পাদক আনিসুজ্জামন বাবু, সদস্য কামরুজ্জান লাভলু, ফিরোজ আল হক ভূইঁয়া, বিশিষ্ট ব্যবসায়ী রোকনুজ্জামান লুলু, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারমম্যান আমিনুল ইসলাম জয়, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা প্রমুখ।
সংসদ সদস্য বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না। জাতির পিতা কখনও ভোগবিলাসের রাজনীতি করেন নাই। তিনি সবসময়ই দুখি মানুষের চিন্তা করেছেন। আর পাকিস্তানি হায়েনা বাহিনী রাতের অন্ধকারে বাংলার নিরীহ মানুষের প্রতি নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে। ওরা এখনো ষড়যন্ত্র করছে। তার প্রমাণ রাজশাহীতে একটি জনসভায় বিভিন্ন ভাষায় বক্তব্যর মধ্যে দিয়ে আমার রাষ্ট্র নায়ক  শেখ হাসিনাকে হুমকি দিয়েছেন। আজ এ দেশে রাজনৈতিক চিন্তা চেতনা করতে হলে বঙ্গবন্ধুর আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে হবে।’

সাম্প্রতিক মন্তব্য

Top