শাবি শিক্ষক সমিতির সভাপতি তুলসী কুমার-সম্পাদক মুহিবুল আলম
নিজস্ব প্রতিবেদক, শাবি।।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 'শিক্ষক সমিতি নির্বাচন'২০২১ এ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীপন্থি শিক্ষকদের প্যানেলে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ থেকে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাশ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম।
প্রধান নির্বাচন কমিশনার ড. অধ্যাপক জায়েদা শারমিন স্বাক্ষরিত রক বিজ্ঞপ্তিতে এ ফলাফল জানা যায়।
সোমবার (১৫ মার্চ ২০২১) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়ে চলেছে বিকেল ৩টা পর্যন্ত। এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে তিনটি প্যানেল থেকে মোট ৩৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
একই প্যানেল থেকে সহ-সভাপতি পদে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, কোষাধ্যক্ষ পদে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ডটি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার, যুগ্ম সম্পাদক পদে আইআইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আসিফ মোহাম্মদ সামির নির্বাচিত হোন।
এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বেলাল আহমেদ, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লা আল সোয়েব ও আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তানভীর হাসান।
বিএনপি-জামায়াত পন্থী প্যানেল থেকে কেউ নির্বাচিত হয়নি।
সাম্প্রতিক মন্তব্য