logo
news image

বড়াইগ্রামে বাল্যবিয়ের অপরাধে বোন দুলাইভায়ের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর

নাটোরের বড়াইগ্রামে এক স্কুল ছাত্রী বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে বোন দুলাইভায়ের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার রাতে উপজেলার ভ্রাম্যমান আদালত বসিয়ে এ অর্থদন্ড আদায় করা হয়। স্কুল ছাত্রীর দুলাভাই গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা গ্রামের আব্দুল হামিদের ছেলে সাদ্দাম হোসেন (২৮), বড় বোন রেশমা খাতুন (২৪)।
উপজেলা মহিলা কর্মকর্তা হাবিবা খাতুন জানান, স্কুল ছাত্রীর বয়স কম হওয়ায় রাতের আধারে  বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিতের খবরে বর পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে স্কুল ছাত্রীর দুলাভাইকে ২০ হাজার ও বড় বোনকে ১০ হাজার টাকা অর্থদন্ডের দেন নির্বাহী হাকিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৮ ধারায় বাবার অনুপস্থিতে বাল্যবিয়ের আয়োজন করায় দুলাভাই ও বড় বোনকে জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে কনের মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top