logo
news image

লালপুরে সাংবাদিকদের মধ্যে প্রথম করোনা টিকা নিলেন মাজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের লালপুরে সাংবাদিকদের মধ্যে প্রথম করোনা টিকা নিলেন মাজহারুল ইসলাম লিটন। তিনি দৈনিক প্রাপ্ত প্রসঙ্গ পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক ও জাতীয় দৈনিক যায়যায়দিন সহ কয়েকটি স্থানীয় ও আঞ্চলিক পত্রিকার প্রতিনিধি।
এর পরে আরেক সাংবাদিক মুন্জুরুল ইসলাম টিকা গ্রহন করেন। 
বৃহস্পতিবার সকালে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তারা টিকা গ্রহন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার একেএম শাহাব উদ্দীন,স্ব্যাস্থ পরিদর্শক আবু কায়েস, সাংবাদিক একে আজাদ সেন্টু,এমটি ইপিআই ফাকরুজ্জামান বুলবুল,সেনেটারী ইন্সপেক্টর আনোয়ার হোসেন প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার একেএম শাহাব উদ্দীন জানান,বুধবার পর্যন্ত মোট এক হাজার পাঁচ শত ৩৭ জন টিকা নেয়ার জন্য রেজিষ্ট্রেশন করেছন এবং পাঁচ শত জন টিকা গ্রহন করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সবাই সতস্ফুর্তভাবে টিকা গ্রহন করছেন এবং সময়ের সাথে সাথে টিকা গ্রহনের হার বৃদ্ধি পাচ্ছে,
এখন পর্যন্ত কারো মধ্যে টিকার পার্শপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি বা এ ধরনের কোন রুগী হাসপাতালে আসেনি।

সাম্প্রতিক মন্তব্য